সহজে লিনাক্স শিখার উপায়
লিনাক্সের কথা আপনারা আনেকেই হয়তো শুনে থাকতে পারেন। কিন্তু আসলে লিনাক্স শিখা অনেকের জন্যই হয়তো কঠিন বলে মনে হতে পারে। অন্তত যারা একা একা শিখতে চান, এবং আপনার পাশে সেরকম এক্সপার্ট কেউ নেই যিনি আপনাকে সাহায্য করবেন। সেই ক্ষেত্রে খুব সহজে শিখতে পারেন সেরকম একটি উপাই হল লিনাক্স এর লাইভ সিডি ব্যবহার করে। লাইভ সিডি মানে হল, আপনার কম্পিউটারটি অন করবার সময় সিডিটি ঢুকিয়ে সিডি থেকে কম্পিউটারটি অন করুন (যাকে বুক boot করা বুঝায়)। বাস , এই হল। একটু পরে দেখবেন আপনার কম্পিউটারটি আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম না এসে লিনাক্স এ আসছে। আবার উইন্ডোজে যেতে হলে সিডি টি বের করে কম্পিউটারটি, সাধারণভাবে অন করেন। এইবার পূর্বের মতই আপনার কম্পিউটার চলবে, মানে উইন্ডোজ আসবে। সাধারণত লাইভ সিডি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সিডি তৈরী করে নিতে পারেন। কিংবা http://www.ubuntulinux.org/এ ফ্রি সিডি পাঠাতে বলতে পারেন। নিম্নে কিছু লাইভ লিনাক্স সিডি এর সাইট উল্লেখ করা হল যেখান থেকে আপনি লাইভ লিনাক্স ডাউনলোড করতে পারেন।
http://www.knopper.net/knoppix/index-en.htmlhttp://www.gnoppix.org/http://www.morphix.org/modules/news/লাইভ লিনাক্স এর সবথেকে বড় সুবিধা হল যে, এটি আপনার কম্পিউটারে ইন্সটল করার কোন ঝামেলা নেই, এবং আপনার কম্পিউটারের সিস্টেমের কোন পরিবর্তন করে না। শুধু মাত্র তা সিডি থেকে চলে, আবার সিডি বের করে নিলে আপনার পূর্বের কম্পিউটারে তা ফিরে যাবে।
http://www.knopper.net/knoppix/index-en.htmlhttp://www.gnoppix.org/http://www.morphix.org/modules/news/লাইভ লিনাক্স এর সবথেকে বড় সুবিধা হল যে, এটি আপনার কম্পিউটারে ইন্সটল করার কোন ঝামেলা নেই, এবং আপনার কম্পিউটারের সিস্টেমের কোন পরিবর্তন করে না। শুধু মাত্র তা সিডি থেকে চলে, আবার সিডি বের করে নিলে আপনার পূর্বের কম্পিউটারে তা ফিরে যাবে।
0 comments :
Post a Comment
Write down Your Comment Here